কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় গরীব যুবক হাবিবুর রহমানের ইজিবাইকটি চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (১২ আগষ্ট) ভোর রাতের দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের কিসমত ইলিশপুর গ্রামে। ক্ষতিগ্রস্থ হাবিবুর রহমান ওই গ্রামের মাহাবুবর রহমানের পুত্র।
জানা গেছে, ক্ষতিগ্রস্থ বেকার গরীব যুবক হাবিবুর রহমান সৎ পথে আয়-উপার্জন করার লক্ষ্যে মাসে দেড়েক আগে একটি নীল রংয়ের নতুন ইজিবাইক ক্রয় করেন। করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের মধ্যে জীবন জীবিকা নির্বাহে গাড়ীটি চালিয়ে সংসার চালাতেন।
এমনিভাবে তিনি প্রতিদিনের ন্যায় বুধবার(১১ আগষ্ট) গাড়িটি রাস্তায় চালানো শেষে বাড়িতে যেয়ে বাড়ির উঠানের নিদৃষ্ট স্থানে ইজিবাইকটির ব্যাটারি চার্জে দিয়ে রাখেন। ওই দিন ভোরে হাবিবুর ঘুম থেকে উঠে বাইরে এসে দেখেন ইজিবাইকটি নেই।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে বাড়ির আশে- পাশেসহ বিভিন্ন যায়গায় খোঁজ নিলেও এখনও পর্যন্ত গাড়ীটির কোন সন্ধান পাইনি। তবে বাড়ির পাশের আম বাগানে গাড়িটির চাকার চিহ্ন দেখতে পেয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অসহায় হাবিবুর রহমান গাড়িটি চুরি হয়েছে বলে কলারোয়া থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।