দীপক শেঠ,কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়ায় খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৯ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম। সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারি কমশিনার(ভূমি) আক্তার হোসেন। জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরন করে বাংলাদেশ খাদ্য কতৃপক্ষের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার মোখলেছুর রহমান, উপজেলা ফুড ইন্সপেক্টর শাহিন সুলতানা, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ,সহকারি শিক্ষা অফিসার শোভা রায়সহ চিকিৎসক,আইনজীবি,শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাধারন ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দ।