কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের উদ্যোগে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদেরকে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার( ১৮ মে) সকাল ১০ টায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ৮ শিক্ষার্থীর মাঝে ওই বাই সাইকেল বিতরণ করা হয়।
সরকারি এলজিএসপি-৩ এর অর্থায়নে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়নের সদস্য সচিব নুরুজ্জামান, ইউপি সদস্য আব্দুল গফুর, ইউপি সদস্য আবুল কাশেম সহ সূধিবৃন্দ, অভিভাবক, গ্রাম পুলিশ ও সুবিধাভোগী শিক্ষার্থীবৃন্দ। প্রসঙ্গতঃ কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অভিভাবক সহ এলাকার সচেতন মহল কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।