হোম অন্যান্যলিড নিউজ কলারোয়ায় কুদ্দুস হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

কলারোয়ায় কুদ্দুস হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

কর্তৃক
০ মন্তব্য 109 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া :

কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে গোলাম কুদ্দুস হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার)’র নির্দেশনায় থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ বুরহান উদ্দীনের নেতৃত্বে এসআই (নিঃ) রাজ কিশোর পাল, এসআই(নিঃ) সুবীর কুমার ঘোষ সহ সংগীয় ফোর্সের সহায়তায় গোলাম কুদ্দুস এর হত্যা মামলার প্রধান আসামী চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের কবিরুল ইসলামের স্ত্রী মোছাঃ রাজিয়া খাতুন ওরফে মৌসুমী (৩৫) ও একই গ্রামের (ফকিরপাড়া) মৃতঃ আনার ফকিরের পুত্র মনিরুল ইসলাম (৪০) কে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়,নিহত কুদ্দুসের স্ত্রী ফিরোজা খাতুন কলারোয়া থানায় হত্যা মামলা দায়ের(যার নং-২০/২১-০৭-২ইং) করায় থানা পুলিশ মঙ্গলবার(২১ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে আসামীদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনির -উল গীয়াস হত্যা মামলার এজাহারভূক্ত আসামীদ্বয়কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (২২ জুলাই) আসামীদের সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের রুহুল কুদ্দুসকে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা মারাত্মকভাবে শরীরে আঘাত করায় বাড়িতে চিকিৎসা শেষে গত মঙ্গলবার ২১ জুলাই কলারোয়া সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এলে কর্ত্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এরই অভিযোগে নিহত কুদ্দুসের স্ত্রী ফিরোজা খাতুন বাদি হয়ে মঙ্গলবার(২১ জুলাই ), ঘটনার সাথে দায়ী(জড়িত) ব্যক্তিদের নামে থানায় মামলা দায়ের করেছেন বলে জান যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন