হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় কীটনাশক পানে এক ছাত্রীর আত্মহত্যা

দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) :

কলারোয়ায় কীটনাশক পান করে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্য করেছে। আত্মহননকারী জান্নাতুল ফেরদৌস (১৭) কেরালকাতা ইউনিয়নের দক্ষিণ বহুড়া গ্রামের মৃত- আসাদুল ইসলাম ও মনি খাতুনের মেয়ে। সে সিংগা হাইস্কুলের ২০২৩ সালের এস,এস,সি পরীক্ষার্থী ছিলো।

স্থানীয়রা জানায়, জান্নাতুল ফেরদৌস শনিবার (১৪ জানুয়ারী) সকাল ৯ টার দিকে সকলের অজান্তে কীটনাশক পান করে। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩ টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিষ পানের কারন জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে কলারোয়া থানায় একটি ইউডি মামলা দায়েরের পর লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন