হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় এক আনছার-ভিডিপি সদস্যাকে ১ লাখ টাকার চেক প্রদান

কলারোয়ায় এক আনছার-ভিডিপি সদস্যাকে ১ লাখ টাকার চেক প্রদান

কর্তৃক
০ মন্তব্য 88 ভিউজ

কলারোয়া প্রতিনিধি:

কলারোয়ায় আনছার-ভিডিপি এক সদস্যাকে উন্নয়নমূলক কাজের সহযেগীতায় ১লাখ টাকার রূনের চেক প্রদান করা হয়েছে। কলারোয়া আনছার-ভিডিপি উন্নয়ন ব্যাংক শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৮জুুন) বেলা ১১টার দিকে ইউএনও অফিস কার্যালয়ে ওই চেক প্রদান করা হয়। অনাড়ম্বর অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধান অতিথি হিসাবে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা রূন গ্রহীতা শারমীন সুলতানার সফলতা কামনা করে তার হাতে ১ লাখ টাকার চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া আনছার/ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক জয়নাব খাতুন ও উপজেলা আনছার-ভিডিপি’র ইন্সপেক্টর মোমেনা খাতুন প্রমুখ। উল্লেখ্য, নিজেকে স্বাবলম্বী ও পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে জালালাবাদ গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী আনছার-ভিডিপি সদস্য শারমীন সুলতানা “গরু মোটা তাজাকরণে”র উদ্যোগে ওই ব্যাংকের মাধ্যমে এক লাখ টাকার চেক গ্রহন করেছেন বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন