দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি:
কলারোয়ায় অস্বচ্ছল পুরুষ-মহিলাদের ১০দিন ব্যাপি গরু-ছাগল ও হাঁস-মুরগী পালনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে কলারোয়া উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচী) ২০১৯-২০’র অর্থায়নে বিভিন্ন ইউনিয়নে অস্বচ্ছল পুরুষ-মহিলাদের জন্য ওই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
বুধবার (১৫জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি জেরীন কান্তার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী নাজিমুল হক।
উপজেলা এলজিইডি অফিসের সিও শরিফুজ্জামানের পরিচালনায় প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন উপজেলা পশু চিকিৎসালয়’র কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মোট ৪৮ জন অস্বচ্ছল পুরুষ- মহিলা অংশগ্রহন করেন বলে জানা যায়।