কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ার সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফুর (৬৭) আর নেই। শুক্রবার (১০ ডিসেম্বর) ভোরে শেষ নি:শ্বাস ত্যাগ করলেন গুণী শিক্ষক আব্দুল গফুর (ইন্না..রাজেউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফ্ফার ব্রেইন স্ট্রোকে অসুস্থ হয়ে দীর্ঘ ৪দিন খুলনা শেখ আবুর নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সবাইকে কাঁদিয়ে তিনি না ফেরার দেশে চলে গেলেন শুক্রবার ভোরে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জুম্মা নামাজের পর জানাযা নামাজ শেষে মরহুমের নিজ গ্রাম কাদপুরে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাযাপূর্বক আলোচনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল মজিদ, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, যশোরের নতুনহাট কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমান, প্রধান শিক্ষক হাসান আবু তাহের, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু সহ অসংখ্য মুসুল্লিগণ।
আলোচনা পর্বটি পরিচালনা করেন চন্দনপুর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম। জানাযা নামাজে ইমামতি করেন মাওলানা আসাদুল রহমান।