কলারোয়া প্রতিনিধি:
কলারোয়ায় অগ্নিদগ্ধ শিশুর চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা প্রদান করলেন স্বেচ্ছাসেবী সংগঠন ’আমরা সেবক একতা সংঘ’। শুক্রবার (২৬জুন) বিকালে কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে ‘আমরা সেবক একতা সংঘ’র নিজস্ব কার্যালয়ে অগ্নিদগ্ধ শিশু আব্দুর রহমানের অসহায় পিতা জামাল গাজীর হাতে নগদ ৫ (পাঁচ) হাজার টাকা তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রভাষক শেখ আলকামুন, সাধারণ সম্পাদক এস এম শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান (বাবু) ও শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হোসেন আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা তাহমিদুর রহমান (মন্টু), আ’লীগ নেতা তাওহীদুর রহমান, সংগঠনের সভাপতি ম-লীর সদস্য শেখ রুহুল কুদ্দুস, সহকারী প্রধান শিক্ষক মধুসূদন পাল, মাস্টার শাহিনুর রহমানসহ সূধীবৃন্দ। উল্লেখ্য,উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা(তাঁতিপাড়া) গ্রামের দিনমজুর জামাল গাজীর তিন(০৩) বছরের শিশুপুত্র সম্প্রতি অগ্নিদগ্ধ হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য ওই নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
