হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় অগ্নিকান্ড, দুটি দোকানের মালামাল পুড়ে ছাই

সংকল্প ডেস্ক :

বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদরের দুটি দোকানে আগুন লেগে প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে কলারোয়া উপজেলা পরিষদের বিপরীতে এ ঘটনা ঘটে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

কলারোয়া জেলা পরিষদের ডাকবাংলোর বিপরীতে আল আমিন সু স্টোরের মালিক রবিউল ইসলাম এবং মিনারুল কসমেটিক্সের স্বত্বাধিকারী মিনারুল ইসলাম জানান, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে দোকান খোলার আগে দোকানের মধ্যে আগুন লেগেছে মর্মে বাজারের ব্যবসায়ীরা তাকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুণ নিয়ন্ত্রণে আনে। দোকানের ভিতরে থাকা ৫/৬ লাখ টাকার মালামাল উদ্ধার করা গেলেও পুড়ে ভুষিভুত হয়েছে প্রায় ২ লাখ টাকার মালামাল।

কলারোয়ার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার অপু মিয়া জানান, আগুন ধরে যাওয়ার খবর পেয়ে তারা দ্রুত সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। প্রাথমিক ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হতে পারে। প্রায় ৫/৬ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে এবং আনুমানিক ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন