হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার সোনাবাড়িয়া ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যানকে গণসংবর্ধনা জ্ঞাপন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ার ৬ নং সোনাবাড়িয়া ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান বেনজির হোসেন হেলালকে গণসংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বুঝতলা আবু বকর সিদ্দিক মাদরাসা চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বড়ালী ও শ্রীরামপুর গ্রামবাসীর আয়োজনে সংবর্ধনা সভায় ইউনিয়নবাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংবর্ধিত ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল। তিনি সকলের সমর্থন ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় বিশিষ্ঠ সমাজ সেবক আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কলারোয়ার কৃতি সন্তান যশোরের নতুনহাট কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, মাদরাসা সুপার আব্দুল হাই, ইউপি সদস্য নুরুল ইসলাম, ইউপি সদস্য লিয়াকত আলি, প্রধান শিক্ষক ওয়ায়েস আলি সিদ্দিক বাবর, মাস্টার মিজানুর রহমান, মাস্টার অলিউর রহমান, কামরুজ্জামান, আব্দুস সামাদ, রবিউল ইসলাম, যুবলীগ নেতা জাকির হোসেনসহ সূধিবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ইউপি সদস্য তবিবর রহমান বিশ্বাস।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন