হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার মাহমুদপুর “কমিউনিটি সাপোর্ট গ্রুপের প্রশিক্ষণ

কলারোয়ার মাহমুদপুর “কমিউনিটি সাপোর্ট গ্রুপের প্রশিক্ষণ

কর্তৃক Editor
০ মন্তব্য 105 ভিউজ

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ার মাহমুদপুর কমিউনিটি ক্লিনিকের আয়োজনে “কমিউনিটি সাপোর্ট গ্রুপ (সিএসজি) প্রশিক্ষণ” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকালে কেএল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রধান শিক্ষক নূরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প: পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান। প্রশিক্ষণ কর্মশালায় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) রেজানুল কিবরিয়া।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র সহযোগিতায় ও কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) খাদেজা খাতুন ও স্বাস্থ্য সহকারী (এইচএ) মজনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আনিছুর রহমান, নূর হোসেন জুলুসহ সূধিবৃন্দ। উল্লেখ্য, প্রশিক্ষণে মাহমদপুর, লোহাকুড়া ও খাসপুর কমিউনিটি ক্লিনিকের ৪৫ জন সিএজি (সদস্য) অংশগ্রহন করেন বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন