হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার জালালাবাদ ইউপি’র ২নং সাধারন ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচনের সময়সূচি প্রকাশ

কলারোয়ার জালালাবাদ ইউপি’র ২নং সাধারন ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচনের সময়সূচি প্রকাশ

কর্তৃক Editor
০ মন্তব্য 173 ভিউজ

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়ার জালালাবাদ ইউনিয়ন পরিষদের ২নং সাধারন ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচনের সময়সূচি প্রকাশ করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়নের ২ নং সাধারন ওয়ার্ড সদস্য সিরাজুল ইসলাম মৃত্যুবরণ করায় পদটি শুন্য হয়।

তিনি আরও জানান স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা,২০১০ এর বিধি ১০(৩) অনুযায়ী ধার্য সময়সূচি মোতাবেক আগামী ১৫ নভেম্বর-২০’ মনোনয়নপত্র দাখিল, ১৭ নভেম্বর রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই, ২৩ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও ১০ ডিসেম্বর-২০’ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের ২নং সাধারন ওয়ার্ডের নির্বাচিত সদস্য সিংহলাল গ্রামের সিরাজুল ইসলাম গত ১৪ অক্টোবর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করায় পদটি শুন্য হওয়ায় উপ-নির্বাচনের সময়সূচি ধার্য করা হয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন