হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার চন্দনপুরে হতদারিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কলারোয়ার চন্দনপুরে হতদারিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 126 ভিউজ

কলারোয়া প্রতিনিধি:

কলারোয়ার চন্দনপুরের আরপিএন ও প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে হতদারিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার(২০জুন) চন্দনপুর হাইস্কুল চত্বরে ’ঘূর্ণিঝড় আম্ফান ও করোনাভাইরাসের প্রার্দুভাবে’ ৩৭০ জন নিন্ম আয়ের মানুষের মাঝে ওই সামগ্রি প্রদান করা হয়। রিচিং পিপলস ইননিডস (আরপিএন) ও প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার গয়ড়া বাজার শাখার উদ্যোগে দেয়া খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো চাউল ৫ কেজি, আটা ২ কেজি, আলু আড়াই কেজি, সোয়াবিন তেল ২ লিটার, চিনি ১ কেজি, মসুরির ডাউল ১ কেজি, ডানো দুধ ৫০০ গ্রাম, মরিচের গুড়া ৫০গ্রাম, হলুদ ১০০ গ্রাম ও মুড়ি ৫০০ গ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে ঘূর্ণিঝড় আম্ফান ও করোনাভাইরাস দুর্ভোগের প্রেক্ষিতে ওই সহয়তা প্রদান করা হয়। সহায়তা সামগ্রী বিতারণকালে প্রধান অতিথি ছিলেন আরপিএনের নির্বাহী পরিচালক আশফাক আহম্মদ লিটন, প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান এসএম নাজিমউদ্দিন, নির্বাহী পরিচালক খন্দকার গোলাম হাসনাইন, সমন্বয়কারী ওয়াহিদ মুরাদ, এরিয়া ম্যানেজার বাহারুল ইসলাম, গোগা শাখার ম্যানেজার মো উজির, গয়ড়া শাখার ম্যানেজার শহিদুল্লাহসহ সংস্থার কর্মকর্তাবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন