কলারোয়া প্রতিনিধি:
কলারোয়ার চন্দনপুর সীমান্তে বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে পুকুরের পানিতে ডুবিয়ে রাখা ৪৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। তবে এ ব্যাপারে কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।
চন্দনপুর ইউনিয়নের হিজলদী বিওপি’র হাবিলদার ওমর আলী জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে চন্দনপুর গ্রামের হাজী সামসুল আলমের পুকুরের পানিতে মাদক ব্যবসায়ীদের ডুবিয়ে রাখা কয়েকটি বস্তা থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারের পর প্লাস্টিকের নেট বিশিষ্ঠ বস্তা থেকে ৪৬২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। তবে কোন চোরাকারবরীকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, উদ্ধারকৃত ফেনসিডিল ‘বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নে হস্তান্তর করা হয়।’