দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) :
কলারোয়ার ৮নং কেরালকাতা ও ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা ও সাধারন মেম্বর(সদস্য) পদে প্রার্থীদের বরাদ্দকৃত প্রতীকে কে কোন প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) উপজেলা নির্বাচন অফিসার ও দুই ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, কেরালকাতা ইউপিতে ৩টি সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ১২জন ও ৯টি সাধারণ ওয়ার্ডের সদস্য (মেম্বর) পদে ৪০জন এবং কুশোডাঙ্গা ইউপিতে ৩টি ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন ও ৯টি সাধারণ ওয়ার্ডে সদস্য মেম্বর) পদে ৩১জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা য়ায়, ৮নং কেরালকাতা ইউপিতে সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বর পদে বরাদ্দকৃত স্ব-স্ব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন- ১নং ওয়ার্ডে কোহিনুর বেগম (বই), জাহানারা বেগম (মাইক), মনোয়ারা বেগম (বক) ও রহিমা খাতুন (হেলিকপ্টার), ২নং ওয়ার্ডে ছকিনা বিবি (বক), জাহানারা পারভীন (মাইক), ঝরনা খাতুন (বই), রোমেনা খাতুন (সূর্যমুখি ফুল) ও সোনিয়া লায়লা (হেলিকপ্টার), ৩নং ওয়ার্ডে মনোয়ারা বেগম (মাইক), সাবিনা ইয়াসমিন (জিরাফ) ও শেফালী খাতুন (হেলিকপ্টার) প্রতীক পেয়েছেন।
সাধারণ ওয়ার্ডে মেম্বর পদে ১নং ওয়ার্ডে আনারুল ইসলাম (তালা), সাইফুর রহমান(ফুটবল) ও মুজিবর রহমান মজু (মোরগ), ২নং ওয়ার্ডে আব্দুল ওয়াদুদ (টিউবওয়েল) ও শিমুল হোসেন (ফুটবল), ৩নং ওয়ার্ডে মোশারফ মোড়ল (মোরগ), আশরাফুল ইসলাম (আপেল), আসগর আলী (টিউবওয়েল), গোলাম গাজী (তালা), ফিরোজ আহমেদ (বৈদ্যুতিক পাখা) ও নূর ইসলাম (ফুটবল), ৪নং ওয়ার্ডে আকবর আলী (মোরগ), নজরুল ইসলাম (বৈদ্যুতিক পাখা), মনিরুজ্জামান (তালা), মিজানুর রহমান (ফুটবল), মুজিবুর রহমান (ভ্যানগাড়ি) ও রফিকুল ইসলাম (টিউবওয়েল), ৫নং ওয়ার্ডে আনিছুর রহমান (ফুটবল), জিয়াউর রহমান (তালা), সহিদুল ইসলাম (মোরগ) ও সাহাজুল সরদার (টিউবওয়েল), ৬নং ওয়ার্ডে আকছেদ আলী (ফুটবল), মোস্তফা কামাল (টিউবওয়েল) ও হাফিজুর রহমান (মোরগ), ৭নং ওয়ার্ডে জিয়াউর রহমান জিয়া (টিউবওয়েল), মনিরুল ইসলাম (ফুটবল), রবিউল ইসলাম (মোরগ) ও সহিদুল ইসলাম (তালা), ৮নং ওয়ার্ডে আজগর আলী দফাদার (টিউবওয়েল), আব্দুর রকিব (তালা),আব্দুর রশিদ সরদার (বৈদ্যুতিক পাখা), আলতাফ হোসেন (আপেল), মুক্তার আলী সরদার (মোরগ), রফিকুল ইসলাম (ঘুড়ি) ও রুহুল আমীন (ফুটবল), ৯নং ওয়ার্ডে আতিয়ার রহমান (ফুটবল), ওসমান গনি (মোরগ) ও মোতাহার রহমান (তালা) প্রতীক নিয়ে ভোটে লড়াই করছেন। অনুরুপভাবে ১০নং কুশোডাঙ্গা ইউপিতে সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বর পদে- ১নং ওয়ার্ডে তানিয়া পারভীন (মাইক), ফরিদা বেগম (বক), সাজেদা খাতুন (জিরাফ), হাছিনা খাতুন (হেলিকপ্টার) ও হাসিনা বেগম (বই), ২নং ওয়ার্ডে মর্জিনা খাতুন (মাইক) ও মোমেনা বেগম (বক), ৩নং ওয়ার্ডে কদবানু বেগম (মাইক), তানজিলা খাতুন (বক), নাজমা খাতুন (হেলিকপ্টার) ও নাইচ আরা বেগম( জিরাফ) প্রতীক পেয়েছেন।
সাধারণ ওয়ার্ডে মেম্বর পদে- ১নং ওয়ার্ডে আতাউর রহমান (মোরগ), আব্দুর রশিদ (টিউবওয়েল), জাকির হোসেন (বৈদ্যুতিক পাখা), বজলুর রহমান (আপেল), নিজাম উদ্দীন (ফুটবল) ও সামছুর রহমান (তালা), ২নং ওয়ার্ডে আনিছুর রহমান (ফুটবল), আরিজুল ইসলাম(তালা), জাহাঙ্গীর সরদার (মোরগ), ৩নং ওয়ার্ডে আব্দুল আলিম খান (টিউবওয়েল) ও ফরিদ উজ্জামান খান (মোরগ), ৪নং ওয়ার্ডে আব্দুল গফফার (টিউবওয়েল), এজাহার আলী দালাল (মোরগ), ৫নং ওয়ার্ডে অনন্ত দালাল (মোরগ), আব্দুল খালেক (টিউবওয়েল), ফজলুর রহমান ফুটবল ও নুরুল ইসলাম (তালা), ৬নং ওয়ার্ডে আনারুল ইসলাম (মোরগ), আহসান হাবিব(টিউবওয়েল) ও ইমামুল হাসান (ফুটবল), ৭নং ওয়ার্ডে মফিজ উদ্দীন মুফতি (ফুটবল) ও রফিকুল ইসলাম (মোরগ), ৮নং ওয়ার্ডে আলী আহম্মাদ (মোরগ), নাজিম উদ্দীন গাজী (টিউবওয়েল) ও মতিয়ার রহমান দফাদার (ফুটবল), ৯নং ওয়ার্ডে মফিজুল ইসলাম (তালা), আব্দুর রাজ্জাক সরদার (টিউবওয়েল), আইয়ুব আলী সরদার (বৈদ্যুতিক পাখা), শেখ তাজ উদ্দীন (ফুটবল) ও শেখ ফারুক হোসেন (মোরগ) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে গণসংযোগ ও প্রচর প্রচারনা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
এদিকে, চেয়ারম্যান পদে ৮নং কেরালকাতা ইউপিতে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনীত সম মোরশেদ আলী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আব্দুর রাজ্জাক (আনারস) ও অপর স্বতন্ত্র প্রার্থী আ.লীগ ঘরোনার আব্দুর রউফ সরদার (মোটরসাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন। একইভাবে ১০ নং কুশোডাঙ্গা ইউপিতে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনীত আসলামুল আলম আসলাম (নৌকা),স্বতন্ত্র প্রার্থী আ.লীগ ঘরোনার সাঈদ আলী গাজী (মোটরসাইকেল) , স্বতন্ত্র প্রার্থী মাওলানা জিয়াউল ইসলাম (আনারস) ও অপর স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফিজুর রহমান (চশমা) প্রতীক নিয়ে গণসংযোগ সহ বিভিন্ন ভাবে ভোটারদেও কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, আগামী ৫ জানুয়ারী দুই ইউনিয়নের ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী সকল কার্যক্রম অব্যাহত রয়েছে।
