হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার কেঁড়াগাছী ইউনিয়ন ‘বিট’ পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

কলারোয়ার কেঁড়াগাছী ইউনিয়ন ‘বিট’ পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

কর্তৃক
০ মন্তব্য 136 ভিউজ

‘দীপক শেঠ, কলারোয়া প্রতিনিধি :
মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ রোধকল্পে ও জনগনের বন্ধু হিসাবে সকলের কাছে পুলিশের সেবা পৌঁছে দিতে কলারোয়ার সীমান্তবর্তী কেঁড়াগাছী ইউনিয়নে “বিট’ পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮জুলাই) বেলা ১১ টার দিকে কেঁড়াগাছী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল গীয়াস।

তিনি বলেন, ‘পুলিশি সেবা গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে কোন প্রকার হয়রানি, দুর্নীতি বা উৎকোচ আদান-প্রদান করা যাবে না। যদি কেউ এ ধরনের কার্যকলাপ করেন তবে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ “পুলিশ জনগনের বন্ধু” এই ব্রত নিয়ে সকল পুলিশ সদস্যকে কাজ করার আহবান জানান।

কেঁড়াগাছি ইউনিয়ন বিট পুলিশিং (বিট নং-৫) এর দায়িত্বে এসআই সুবীর কুমার ঘোষ (০১৭৪৫৫৮৯৩৫৬), এএসআই আসলাম শিকদার (০১৭১৬৬২২০০৯) ও এএসআই সোহেল রানা (০১৭১২৯২৯২৬২) থাকবেন বলে ওসি জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী, কেঁড়াগাছী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, সাংবাদিক খায়রুল আলম কাজল সরদার, সাংবাদিক আকবার আলী, ইউপি সচিব নূরুজ্জরামান, জামাত আলী, আতাউর রহমান, এসএম ফারুক হোসেন, আলমগীর হোসেন, সুমন হোসেন, ইমরান হোসেনসহ ইউপি সদস্যগণসহ সূধিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বোয়ালিয়া কলেজের প্রদর্শক আ’লীগ নেতা শাহিনুর রহমান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন