হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার কৃতি সন্তান ড: সুভাষ চন্দ্র সাহাকে সংবর্ধনা জ্ঞাপন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ার কৃতি সন্তান ইউনিভার্সিটি অব টেকনোলেজি সিডনি(অস্ট্রেলিয়া) সিনিয়র লেকচারার ড: সুভাষ চন্দ্র সাহাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অয়োজনে মঙ্গলবার(২৮ ডিসম্বের) বিকালে সমিতির নিজস্ব ভবনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়নগর ইউনিয়নের খোর্দ্দ-বাটরা গ্রামের কৃতি সন্তান সিনিয়র লেকচারার ড: সুভাষ চন্দ্র সাহা। সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে গ্রাম্যঞ্চল থেকে দারিদ্র পরিবারে বেড়ে উঠা ড: সুভাষ চন্দ্র সাহা শৈশবকাল থেকে শিক্ষা জীবনের বিভিন্ন স্মৃতিময় কথা তুলে ধরেন। তিনি শিক্ষা জীবন থেকে সকল ক্ষেত্রে মেধা, একাগ্রতা,নিষ্ঠা, ইচ্ছাশক্তি ও প্রতিজ্ঞাকে সফলতার ধাপ বলে মনে করেন।

তিনি তার সাফল্যে শিক্ষকদের অবদানের কথা মনে করে বলেন, উচ্চ শিক্ষা লাভের জন্য কলারোয়ার শিক্ষার্থীদের প্রতি আমার সামর্থনুযায়ী সহযোগীতার কোন কৃপণতা থাকবে না। তিনি বিজ্ঞানমনস্ক সহ সকল শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ কামনা করে মানুষের জন্য স্ব-স্ব স্থান থেকে অবদান রাখার আহবান জানান।

সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংবর্ধিত ড: সুভাষ চন্দ্র সাহার মাধ্যমিক পর্যায়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম, শিক্ষক নেতা প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক আজিজুর রহমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কপাই সভাপতি সহিদুল ইসলাম, সাধারন সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড: শেখ কামাল রেজা, প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠ, সংবর্ধিত অতিথির ছোট ভাই শিক্ষক সত্যব্রত সাহা, শিক্ষক নেতা বদরুজামান বদরু, আসাদুজ্জামান আসাদ, আব্দুল করিম, রুহুল কুদ্দুছ, শামসুর রহমান লাল্টু,আব্দুল জলিল সহ অসংখ্য শিক্ষক, শিক্ষার্থী ও সূধিবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক নেতা মোস্তফা বাকী বিল্লাহ শাহী। উল্লেখ্য, কলারোয়ার কৃতি সন্তান ইউনিভার্সিটি অব টেকনোলেজি সিডনি(অস্ট্রেলিয়া) সিনিয়র লেকচারার ড: সুভাষ চন্দ্র সাহা ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন থেকে ১৯৯০ সালে মেধা তালিকায় এ,এস,সিতে উত্তীর্ণ, ১৯৯২ সালে খুলনার বিএল কলেজ থেকে এইচ,এস,সি ও ম্যাথমেটিক্স এ বি,এ,সি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম,এস,সি ডিগ্রী অর্জন করে অস্ট্রেলিয়ার জেমস কুক ইউনিভার্সিটি থেকে ফ্লুইড ডাইনামিকস এর উপর পি,এইচ,ডি ডিগ্রী লাভ করেন। এর পর তিনি কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলোজিতে পোষ্ট ডক্টোরাল রিসার্স ফেলো লাভ করেন। পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি অব টেকনোলেজি সিডনি-অস্ট্রেলিয়া (ইউটিএস) সিনিয়র লেকচারার হিসাবে কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিকস, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ফুসফুসে বাতাস এবং পটিকেল এর মিথস্ক্রিয়া গবেষনায় সাফল্য অর্জন করেন।

ইতোমধ্যে ২৪০ এর অধিক প্রকাশনা আন্তর্জাতিক জার্নালে তার গবেষনা ভিত্তিক বিভিন্ন লেখা প্রকাশিত হয়েছে। এ ছাড়া পর পর ২ বছর বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীদের তালিকায় অবস্থান করছেন বলে জানা যায়। সম্প্রতি ছুটিতে বাড়িতে আসা গবেষক ড: সুভাষ চন্দ্র সাহা উপজেলার জয়নগর ইউনিয়নের খোর্দ্দ-বাটরা গ্রামের গর্বিত পিতা স্বর্গীয় অজিত কুমার সাহা, মাতা নির্মলা রানী সাহার সেজো পুত্র। ৪ ভাই,১ বোনের মাঝে তিনি বেড়ে উঠেছেন। পারিবারিক জীবনে তিনি অস্ট্রেলিয়ায় চাকুরীরত স্ত্রী, ৩ কন্যা নিয়ে সুন্দর জীবন যাপন করছেন বলে পারিবারিকভাবে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন