হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির পরিবারকে বিভিন্নভাবে মানবিক সাহায্য প্রদান

কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির পরিবারকে বিভিন্নভাবে মানবিক সাহায্য প্রদান

কর্তৃক
০ মন্তব্য 114 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া :

কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির পরিবারকে বিভিন্নভাবে মানবিক সাহায্য প্রদান করা হয়েছে। উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলামুল আলম আসলামের নেতৃত্বে লক্ষীখোলা গ্রামের আক্রান্ত আব্দুর রউফের বাড়িতে যেয়ে নগদ অর্থ, ভিটামিন সমৃদ্ধ ফলমুল,চাউল,ডাল,তেলসহ জীবাণু নাশক সাবান দিয়ে সহযোগীতা প্রদানএবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে মানসিক শক্তি বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের উপদেশ প্রদান করা হয়।

উল্লেখ্য, গত সোমবার (২৯জুন ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রের তথ্যানুযায়ী উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়রে লক্ষীখোলা গ্রামের নূর আলী মোল্লা’র পুত্র আব্দুর রউফের (৪৮) করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় বুধবার (১জুলাই) তার বাড়িতে যেয়ে খাদ্য সামগ্রী,নগদ অর্থসহ মানবিক সহযোগীতা প্রদান করা হয়েছে বলে জানা যায়।

করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির খোঁজ নেয়া ও মানবিক সহায়তা প্রদান করার জন্য উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলামুল আলম আসলামকে ধন্যবাদন্তে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন