হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা গোলাম রসুল শাহীর সুস্থতা কামনায় শিক্ষক নেতৃবৃন্দ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ার অসুস্থ অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা গোলাম রসুল শাহীর সুস্থতা কামনা করেছেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার(৩০ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরসভাধীন মির্জাপুর গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন থাকা ৮৪ বছরের বৃদ্ধ গোলাম রসুল শাহী(স্যার)কে দেখতে যেয়ে সুস্থতা কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, শিক্ষক নেতা প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব, আসাদুজ্জামান আসাদ, শরিফুল ইসলাম, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক নেতা সহিদুল ইসলাম, শামসুর রহমান লাল্টু,অফিস সহকারী আব্দুল জলিল সহ শিক্ষকবৃন্দ।

প্রসঙ্গত: শিক্ষক নেতা মোস্তফা বাকী বিল্লাহ শাহীর পিতা মাওলানা গোলাম রসুল শাহী দীর্ঘ এক বছর যাবৎ টিউমার সহ বার্ধক্য জনিত দূর্বলতায় নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট হাইস্কুল থেকে ধর্মীয় শিক্ষক হিসাবে কর্মরত অবস্থায় অবসর গ্রহন করেন। একইভাবে তিনি কলারোয়া উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হিসাবে ৩৪ বছর দায়িত্ব পালন শেষে শারীরিক অসুস্থতায় অবসর গ্রহন করেন বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন