হোম অন্যান্যসারাদেশ কলারোয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী পিতা ও পুত্র আটক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যদের অভিযানে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী পিতা ও পুত্রকে আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা (বিওপি)’র কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোহাম্মদ আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় বিজিবি সদস্যদের অভিযানে কেঁড়াগাছির প্রাক্তন ইউপি সদস্য তৌহিদুজ্জামানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ঘরে থাকা জামা-কাপড় রাখার ওভার ড্রয়ারের ভিতর থেকে ১৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকালে কেঁড়াগাছি গ্রামের মৃত আ.ওয়াজেদ আলীর পুত্র তৌহিদুজ্জামান (৫৫) ও তার পুত্র রেজাউল ইসলাম চঞ্চল (৩০) কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিজিবি সদস্যরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কলারোয়া থানায় তাদেরেকে সোপর্দ করা হয়েছে বলে জানা যায়।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন