কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পৌর সদরে বাজার কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির।
সভায় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আরাফাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম,সহ-সভাপতি আশফাকুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, থানার এএসআই মফিজুর রহমান মফিজ,,সমিতির কর্মকর্তা সুধাংশু কুমার বিশ্বাস, হাসানুর রহমান, শাহাজান আলী,সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, মিয়া ফারুক হোসেন স্বপন , সহকারি অধ্যাপক রফিকুল ইসলামসহ অনান্য কর্মকর্তা ও ব্যবসায়ীবৃন্দ।
সভার শুরুতেই থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবিরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
