দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি :
কলারোয়া পৌরসভার মুরারীকাটি ৮ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আজিজুল হক খাঁ (৫০) আর নেই।সোমবার দুপুর ৩টা ৫০ মিনিটের সময় তিনি স্ট্রোকে আক্রান্ত হলে তাৎক্ষণিক কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন (ইন্না…. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর খবর পেয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে মরহুমের মুরারীকাটি বাসভবনে ছুটে যান কেন্দ্রীয় বিএনপি নেতা ও তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। এসময় তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সুহৃদ মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা এবং পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাঁর বাড়িতে উপস্থিত হন।
উল্লেখ্য, মঙ্গলবার বেলা ১১টায় মুরারীকাটি গ্রামের নিজ বাড়িতে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।