হোম অন্যান্যসারাদেশ কলারোয়া পৌরসভা নির্বাচনে একজন মেয়র পদ প্রার্থী ও কাউন্সিলর পদে ২৮জন প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

কলারোয়া পৌরসভা নির্বাচনে একজন মেয়র পদ প্রার্থী ও কাউন্সিলর পদে ২৮জন প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

কর্তৃক Editor
০ মন্তব্য 106 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া(সাতক্ষীরা):

আসন্ন কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীসহ কাউন্সিলর পদে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রবিবার (২০ডিসেম্বর) নির্ধারিত সময়ে কলারোয়া পৌরসভা নির্বাচনে একজন মেয়র প্রার্থীসহ ৯ টি ওয়ার্ডের সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২৯জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহকারি প্রার্থী উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু জানান, আমার পক্ষে সহোদর ভাই সাংবাদিক আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশের মাধ্যমে নির্বাচন অফিস থেকে বিকালে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব, সাংবাদিক এসএম জাকির হোসেনসহ সমার্থকবৃন্দ।

পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহকারি প্রার্থী এনায়েত খান টুন্টু জানান, ওয়ার্ডসহ পৌরবাসির সেবা করার প্রত্যয়ে নির্বাচনে অংশগ্রহন করার লক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছি । তিনি সকলের দোয়া প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক শেখ আল কামুনসহ সমার্থকবৃন্দ। উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, রবিবার অফিসচলাকালীন সময় একজন মেয়র প্রার্থী ও কাউন্সিলর পদে ২৮জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তিনি আগামী ৩০ জানুয়ারী-২১’ পৌরসভা নির্বাচন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রার্থীকে নির্বাচনী বিধিমালা অনুসরণ করে প্রচার-প্রচারনা কার্যক্রম পরিচালনার আহবান জানান।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন