হোম অন্যান্যসারাদেশ কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫জন, সাধারণ কাউন্সলির পদে ৪০জন ও কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

আসন্ন কলারোয়া পৌরসভা মনোনয়নপত্র জমা দাখিলের শেষ দিনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সলির পদে ৪০জন ও সংরক্ষতি কাউন্সলির পদে ১৩জন র্প্রাথী তাদের মনোনয়নপত্র দাখিল করছেনে। ৩১ ডসিম্বের বৃহস্পতবিার ছিলো মনোনয়নপত্র দাখলিরে শষে দনি।

আগামি ৩০ জানুয়ারী ৩য় বাররে মতো কলারোয়া পৌরসভার নর্বিাচন অনুষ্ঠতি হতে যাচ্ছে। যদিও মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহারের শেষ দিনে চূড়ান্ত ভাবে প্রার্থী কত জন ও কারা থাকছনে সেটা জানা যাবে।

মনোনয়নপত্র বাছাই আগামি ৩ জানুয়ারী। প্রার্থীতা প্রত্যাহার আগামি ১০ জানুয়ারী। ব্যালটরে মাধ্যমে সকাল ৮টা থেকে বিকালে ৪টা র্পযন্ত বরিতহিীনভাবে ভোট গ্রহণ হবে।

বিষয়টি নিশ্চিত করছেন নির্বাচনের সহকারী রিটার্নিং অফসিার ও কলারোয়া
উপজলো নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন