হোম খুলনাসাতক্ষীরা কলারোয়া থেকে ২৪ হাজার ৫’শ টাকার জাল নোট ও মেশিনসহ আটক-২

কলারোয়া থেকে ২৪ হাজার ৫’শ টাকার জাল নোট ও মেশিনসহ আটক-২

কর্তৃক Editor
০ মন্তব্য 18 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়া থেকে ২৪ হাজার ৫’শ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির মেশিনসহ দুই জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে কলারোয়া উপজেলার ছিকরা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ কবিরুল ইসলাম (৩০) ও একই এলাকার মিজানুর রহমানের ছেলে মোঃ জুয়েল হোসেন (২৭)।

পুলিশ জানায়, কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামের কতিপয় অসাধু ব্যক্তি মেশিনের সাহায্যে জাল টাকা তৈরী তা বিভিন্ন বাজারে ছড়িয়ে দিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার ওসি মোঃ সামসুল আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ২৪ হাজার ৫’শ টাকার জাল নোট ও জাল টাকা তৈরীর মেশিনসহ উক্ত দুই ব্যক্তিকে আটক করা হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত দুই আসামী কবিরুল ইসলাম ও জুয়েল হোসেনের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন