হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় আরো ১ ব্যক্তি করোনা শনাক্ত; মোট-শনাক্ত ১৯, সুস্থ-৬

কলারোয়ায় আরো ১ ব্যক্তি করোনা শনাক্ত; মোট-শনাক্ত ১৯, সুস্থ-৬

কর্তৃক
০ মন্তব্য 104 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি :

কলারোয়ায় আবারো এক ব্যক্তি করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) কলারোয়া হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায় । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সনাক্তের বাড়ি লকডাউন করা হয়েছে। নতুন করে শনাক্ত হওয়া ব্যক্তি হলেন কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের আমজেদ আলীর পুত্র মো: ইয়াছিন(৩৮)। আক্রান্ত ব্যক্তি পেশায় একজন ড্রাইভার। গত ২৩ জুন তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠালে ২৬জুন শুক্রবার আসা রিপোর্টে করোনা পজিটিভ সনাক্ত হয়। এ দিকে গত বৃহস্পতিবার ২৫(জুন) কলারোয়া পৌরসভার ঝিকরা গ্রামের সোলাইমান সরদারের পুত্র ওমর ফারুক (২৮) ও উপজেলার খোরদো এলাকার বড় খোরদো গ্রামের মৃত রাজ আলীর পুত্র কামরুজ্জামান (৬০)’র করোনা পজিটিভ সনাক্ত হওয়ায় এ পর্যন্ত নতুনসহ উপজেলায় ১৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে । তবে চন্দনপুর ইউনিয়নের ৬ জন ইতোমধ্যে করোনামুক্ত হয়েছেন। ফলে এখন পর্যন্ত ১৩ জন করোনা শনাক্ত ব্যক্তি থাকলো। এ রিপোর্ট লেখা পর্যন্ত কলারোয়া উপজেলার পৌরসদরে ৫, দেয়াড়া ইউনিয়নে ৪, জালালাবাদে ১, লাঙ্গলঝাড়ায় ১ , কেঁড়াগাছি ইউনিয়ন ১ জন ও কয়লা ইউনিয়নে নতুন আক্রান্ত ১ জনসহ মোট ১৩ ব্যক্তি করোনা পজিটিভ শনাক্ত রয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন