কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ার ৮ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী সানচিতা হোসেন সেঁজ্যুতি (১৩) হত্যার ৭ দিন পরে হত্যা মামলার আসামী প্রেমিক আব্দুর রহমান (২০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রহস্য উৎঘাটনে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশের তৎপরতায় রবিবার (৩ মার্চ) রাত ১০ টার দিকে পৌরসদর থেকে অভিযুক্ত হত্যাকারী প্রেমিক আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়। গত সোমবার ২৮ মার্চে ভোর সাড়ে ৭টার দিকে উপজেলার জালালাবাদ মাষ্টার পাড়া গ্রামের আলাউদ্দিন
সরদারের কুল বাগানের ড্রেন থেকে পুলিশ সেঁজ্যুতির মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় সানচিতা হোসেন সেজুতির মা লায়লা পারভীন বাদী হয়ে কলারোয়া থানায় অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর এসআই সোহারব হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ঘাতক প্রেমিক আব্দুর রহমান একই গ্রামের(জালালাবাদ) আলতাফ হোসেনের পুত্র ও হাবিবুল ইসলাম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ।
থানার অফিসার ইনচার্জ ( ওসি) নাসির উদ্দীন মৃধা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকারী মৃতদেহ গোপন করার অপরাধে ৩০২/৩৪/২০১ পেনাল কোড ১৮৬০ ধারার ৪৫ নম্বর অজ্ঞাত আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।