কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কয়েকজন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার(১৭ নভেম্বর) পৌর সদরের পশু হাট মোড়সহ কয়েকটি স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন।
রাস্তা দখল রেখে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করার অপরাধে ৯টি মামলায় কয়েকজন দোকানদারকে ৪ হাজার ৭শ’ টাকা জরিমানা করা হয় । এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের ব্যক্তিগণ। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সংশ্লিষ্টসবাইকে সতর্ক করা হয় এবং দখলদারদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে আদালত সূত্রে জানা যায়।