হোম আন্তর্জাতিক কলকাতায় এক বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

পশ্চিমবঙ্গের কলকাতায় এক বাংলাদেশির রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) গভীর রাতে দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানা এলাকার একটি আবাসিক ভবন থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

কলকাতা পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি বাংলাদেশের চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ম্যাকসন চৌধুরী। বাংলাদেশে তার বিরুদ্ধে মোট ১৮টি মামলা রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কলকাতার অদূরে বরাহনগর থেকে কলকাতার সিআইডি পুলিশ তাকে গ্রেফতার করে।

সে সময় তার কাছে একটি বিদেশি অস্ত্র পাওয়া যায়। তমাল চৌধুরী নামে তার একটি ভারতীয় পাসপোর্টও উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও ফরেনার অ্যাক্টসে মামলা হয়। পাসপোর্টটি বৈধ নাকি অবৈধ সেটা তদন্ত শুরু করে পুলিশ।

সম্প্রতি ওই মামলায় জামিন পান তিনি। পাসপোর্টের কারণে তিনি ভারতীয় না বাংলাদেশি, সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ কারণে তার জামিন পেতে সুবিধে হয়। এরপর হরিদেবপুর থানা এলাকার একটি আবাসিক ভবনে বসবাস শুরু করেন তিনি।

ঘটনার দিন রাতে ওই আবাসিক এলাকার বাসিন্দাদের ফোন পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সেখান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এরপর এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে কলকাতা পুলিশ এই সন্ত্রাসীর কথিত বান্ধবীর খোঁজে তল্লাশি শুরু করেছে। এই রহস্য মৃত্যুর পেছনে এই বান্ধবীর হাত রয়েছে কি না, সেটা খতিয়ে দেখতে পুলিশি অভিযান শুরু হয়েছে।

সেই সঙ্গে বাংলাদেশি এই সন্ত্রাসী কী করে ভারতীয় পাসপোর্ট পেল, সেটাও খতিয়ে দেখছে সিআইডি। কলকাতার স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে তার একটি যোগসূত্র তৈরি হয়েছিল বলেও তথ্য পেয়েছে পুলিশ। সবকিছুর কিনারা করতে মাঠে নেমেছে গোয়েন্দা বাহিনী।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন