জসিম উদ্দিন, বাগেরহাট:
গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরজীত স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীর সন্ত্রাসী বাহিনীর হাত থেকে আওয়ামীলীগ নেতা কর্মীদের রক্ষা,হামলাকারী ও মিথ্যা অপপ্রচার কারীদের আইনের আওতায় আনতে বাগেরহাটের মোংলায় সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর আওয়ামীলীগ।
বুধবার(১৭ জানুয়ারী) বেলা ১২ টায় স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন। এসময় মোংলা পৌরসভার মেয়র ও পৌর অঅওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুর রহমান,উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ সুনিল কুমার বিশ্বাস,সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম,কয়েকজন বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামীলীগের নেতারা উপস্থিত ছিলেন।
এসময় সংবাদ সম্মেলনে দাবী করা হয়,গত কয়েক দিনে আওয়ামীলীগের অন্তত অর্ধশত নেতা কর্মি আহত হয়ে মোংলা ও খুলনা হাসপালে চিকিৎসা নিচ্ছেন। এসব নেতা কর্মিদের উপর হামলা চালিয়েছে গেল সংসদ নির্বাচনে পরজিত ঈগল প্রতিক সমর্থিত সন্ত্রাসী বাহিনী সদস্য সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান ইকরাম ইজারাদার, রফিক মোসল্লী,লিটন শিকারী,পাচ ফুট জাহাঙ্গীর, মামুন শেখ,মাহফ’জ মৃধা, মিঠাখালীর চেয়ারম্যান উৎফল,বুড়ির ডাঙ্গার চেয়ারম্যান উদয় শংকর, সোনাইতলার ফরিদ শেখ,রেজাইল,কাদের ফকির,চাদপাই ইউনিয়নের জাহাঙ্গীর,সুলতান হাওলাদার,চিলার এনামুল সরদার ,মুজিবর শেখ,জামাল মেম্বার,পৌর শহরের জলিল শিকদার,শাকিল সাদ্দামসহ আরো কয়েকজন। সংবাদ সম্মেলন থেকে এসব সন্ত্রাসীদের আটকের দাবি জানানো হয়। একই সাথে কিছু ব্যাক্তি নিজেদের মুক্তিযোদ্ধা দাবী করে ঢাকায় সংবাদ সম্মেলন করে মোংলা-রামপাল আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যকে নিয়ে মিথ্যা কুৎসা রটিয়েছেন,তাদের আইনের অঅওতায় আনার দাবী জানানো হয়।