হোম ফিচার কর্দমাক্ত মাঠেই চলছে ছাত্রলীগের সমাবেশ

জাতীয় ডেস্ক:

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বৃষ্টিতে বৈরী পরিবেশ সৃষ্টি হয়েছে। উদ্যানের কিছু জায়গায় পানি জমেছে। এ ছাড়া অধিকাংশ স্থান কর্দমাক্ত। তবে সবকিছু উপেক্ষা করেই চলছে ছাত্রলীগের সমাবেশ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের সবচেয়ে বড় ছাত্র মহাসমাবেশ আয়োজন করেছে বাংলাদেশে ছাত্রলীগ। বেলা ৩টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ২টার মধ্যেই নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে উদ্যান প্রাঙ্গন।

তবে দুপুরে রাজধানীতে মুষলধারে বৃষ্টি হওয়ায় সোহরাওয়ার্দী উদ্যানে বৈরী পরিবেশ তৈরি হয়।

ঢাকা কলেজ থেকে আসা ছাত্রলীগ নেতা নিবির সময় সংবাদকে বলেন, আজকের এই সমাবেশ নির্বাচনের আগে নৌকার পক্ষে তরুণ প্রজন্মকে জাগ্রত করার সমাবেশ। এই সমাবেশকে সফল করার লক্ষ্যে সকাল থেকেই আমরা প্রস্তুতি নিতে থাকি। ঝড়বৃষ্টি বা যেকোনো প্রতিকূল পরিবেশ উপেক্ষা করেই আমরা আমাদের সমাবেশ চালিয়ে যাবো।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আসা ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ সময় সংবাদকে বলেন, এই ঝড়বৃষ্টি আমাদের বাধা দিতে পারবে না। বিএনপি-জামায়াত অপশক্তি আমাদের দমাতে পারবে না। আমরা জয় বাংলা স্লোগানে যেকোনো প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে রাজপথে ছিলাম, আছি এবং থাকবো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন