অনলাইন ডেস্ক :
প্রাণঘাতী করোনাভাইরাসের সাথে লড়াই করে জয়ী হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ও চার নির্বাহী ম্যাজিস্ট্রেট৷ সকলেই এখন করোনামুক্ত। তাদেরকে ফু্লের শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক।
সোমবার (১১ মে) চার নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসসুম, আব্দুল মতিন খান, কামরুল হাসান মারুফ ও ফারজানা আক্তার৷ দীর্ঘদিন আইসোলেশনে চিকিৎসাধীন থাকার পর তারা সুস্থ হয়েছেন৷ করোনা আক্রান্ত হওয়ার পর দুই নমুনা পরীক্ষার রিপোর্টেই নেগেটিভ এসেছে তাদের৷
ত্রাণ কর্মকর্তা ও চার ম্যাজিস্ট্রেটের সুস্থ হওয়ার বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন৷ স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ৷ আমার চারজন ম্যাজিস্ট্রেট এবং ডিআরআরও (ত্রাণ কর্মকর্তা) সবাই করোনাযুদ্ধে জয়ী হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন। মহান আল্লাহতালার কাছে লাখো শুকরিয়া প্রত্যেকের দুইবার নেগেটিভ এসেছে।