হোম আন্তর্জাতিক করোনাজনিত ট্রমা নিয়ে মার্কিন চিকিৎসকের আত্মহত্যা

করোনাজনিত ট্রমা নিয়ে মার্কিন চিকিৎসকের আত্মহত্যা

কর্তৃক
০ মন্তব্য 543 ভিউজ

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে থাকা এক চিকিৎসক আত্মহত্যা করেছেন। লরনা ব্রিন নামের ওই চিকিৎসকের মা-বাবা জানিয়েছেন, কোভিড-১৯ পরিস্থিতির ভয়াবহতা নিয়ে ট্রমায় ভুগছিলেন তাদের মেয়ে। রবিবার (২৬ এপ্রিল) নিজের শরীর ক্ষত-বিক্ষত করে আত্মহত্যা করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ম্যানহাটনে অবস্থিত নিউ ইয়র্ক-প্রেসবিটেরিয়ান অ্যালেন হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োজিত ছিলেন ৪৯ বছর বয়সী লরনা ব্রিন। ম্যানহাটনের ওই ২০০ শয্যার হাসপাতালে বহু রোগী মারা যান। পরিবারের দাবি, করোনাজনিত পরিস্থিতির ভয়াবহতা নিয়ে হতাশায় ছিলেন লরনা। তার বাবা ফিলিপ ব্রিন নিউ ইয়র্ক টাইমসকে জানান, শেষবার মেয়ের সঙ্গে যখন কথা বলেন তখন তাকে ‘সবকিছু থেকে বিচ্ছিন্ন’ লাগছিল। তার মেয়ে তাকে কীভাবে কোভিড-১৯ রোগীরা মারা যাচ্ছে, এমনকি অ্যাম্বুলেন্স থেকে নামানোর আগেই তাদের মৃত্যু হচ্ছে, এসব বলছিলেন। অতীতে লরনার কোনও মানসিক অসুস্থতা ছিল না বলেও জানান ফিলিপ। তিনি বলেন, ‘সে তার কাজ করার চেষ্টা করেছে, আর এটিই তার জীবন কেড়ে নিয়েছে।’ ফিলিপকে উদ্ধৃত করে  বলা হয়, লরনা নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতাল থেকেই আক্রান্ত হয়েছিলেন তিনি। প্রায় দেড় সপ্তাহ পর সুস্থ হয়ে আবার কাজে যোগ দিয়েছিলেন। তবে হাসপাতাল থেকে তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। এরপর তার পরিবার তাকে শার্লটসভিলেতে নিজেদের বাড়িতে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ২৬ এপ্রিল জরুরি কল পাওয়ার পর লরনাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়, পরে সেখানে তার মৃত্যু হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন