হোম জাতীয় করোনা যুদ্ধের আগ্রজ সৈনিক প্রথম পুলিশ সদস্যের মৃত্যু

করোনা যুদ্ধের আগ্রজ সৈনিক প্রথম পুলিশ সদস্যের মৃত্যু

কর্তৃক
০ মন্তব্য 96 ভিউজ

অনলাইন ডেস্ক:

রাজধানির ফকিরাপুল আল সালাম হোটেলে চার দিন  প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার পর বাংলাদেশ পুলিশের প্রথম সদস্য জসিম উদ্দীন মৃত্যু বরন করেছেন । আজ ২৯ এপ্রিল সকালে আইইডিসিআর রিপোট থেকে জানা যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত  ছিলেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী শহীদ জসীম উদ্দিনের জানাজা বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে সম্পন্ন হলো। ইতিমধ্যে লাশ নিয়ে পুলিশের একটি টিম মরহুমের বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা করেছে। স্বস্তির বিষয় এখানে যে, করোনার সংকটকালীন এই সময়ে লাশটা পরিবারের কাছে পৌছে দেয়াটাই পরিবারের জন্য বড় পাওয়া। তারা হয়তো লাশের মুখ দেখার সুযোগ পাবে না, তবে অন্তত দাফনের সময় বা দাফনের পরে কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানিটুকু ফেলতে পারবে!

ইচ্ছে হলে কবর যিয়ারতের সুযোগটুকু পাবে! বারবার কবরের কাছে ছুটে যেতে পারবে! পারিবারিক কবরস্থান হলে তো ঘরে বসেই বাবাহারা সন্তান বাবার কবরের দিকে তাকিয়ে থাকতে পারবে! বিধবা স্ত্রী হয়তো কিছুটা হলেও সান্ত্বনা খুঁজে পাবে! যদি পরিবারকে না দিয়ে ঢাকার খিলগাঁও বা এমন কোন গোরস্থানে দাফন করা হতো, তাহলে হয়তো গ্রামের ভোলাভালা পরিবারগুলোর আর কোনদিন কবরটা দেখারও সুযোগ মিলতো না।

উল্লেখঃ ২৪ তারিখ তার করোনার উপসর্গ প্রকাশ পায়। গত ২৫ তারিখ আইইডিসিআর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে। তিনি বাংলাদেশ পুলিশের প্রথম শহীদ করোনা যোদ্ধা কনস্টেবল জসিম উদ্দিন (৩৯)। দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক তিনি। কুমিল্লার বুড়িচং উপজেলায় তার গ্রামের বাড়ি। রাজধানীর ওয়ারীর একটি ফাঁড়িতে কর্মরত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন