কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
করোনা ভাইরাসের প্রার্দুভাব রোধে চলমান লকডাউনে কলারোয়ায় পুলিশ সদস্যদের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। জানা গেছে, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবিরের নেতৃত্বে পুলিশ সদস্যরা পৌর সদরসহ উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ন স্থানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার- প্রচারণা ও মাস্ক বিতরণ কার্যক্রম চলমান রেখেছেন। এরই ধারাবাহিকতায় সরসকাটি পুলিশের ইনচার্জ এসআই তৌফিক আহম্মদ টিপু সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় জয়নগর ইউনিয়নের বিভিন্ন বাজার ও এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে উদ্বুদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। অনুরূপভাবে দেয়াড়া ইউনিয়নের খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মামুনুর রহমান মামুন সঙ্গীয় ফোর্সের সহায়তায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ, জনসচেতনতা বৃদ্ধি, বাজার মনিটরিংসহ সার্বিক ভাবে জনগণের পাশে থেকে করোনা ভাইরাস মোকাবেলায় পরামর্শ প্রদান করছেন। এ ছাড়া থানার এসআই ইসমাইল হোসেনসহ পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সহযোগীতায় যশোর-সাতক্ষীরা ভায়া কলারোয়ার প্রবেশদ্বার বেলতলায় মহাসড়কের চেকপোস্টে লোকাল পরিবহন ও পথচারীদের স্বাস্থ্যবিধি অনুসরন করে চলাচলে জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালিত হয়েছে বলে জানা যায়। এদিকে সরকারি নির্দেশনায়, ২৫ এপ্রিল থেকে দোকানপাট-শপিংমল সমূহ সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে খোলা রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানা যায়।