হোম অন্যান্যসারাদেশ করোনা ভাইরাস প্রতিরোধকল্পে কলারোয়ায় বিনামূল্যে হোমিওপ্যাথিক ঔষুধ বিতরণ

করোনা ভাইরাস প্রতিরোধকল্পে কলারোয়ায় বিনামূল্যে হোমিওপ্যাথিক ঔষুধ বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 78 ভিউজ

কলারোয়া প্রতিনিধি :

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসাপাতালের ব্যবস্থাপনায়, জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেনের আয়োজনে করোনা ভাইরাস (কোভিট-১৯) প্রতিরোধকল্পে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি শেখ আমজাদ হোসেনের নিজস্ব কার্যলয় চত্বরে বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর। কার্যক্রমের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ মোঃ আব্দুল বারিক। বিশেষ অতিথি ছিলেন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইউনুছ আলী, পরিচালনা পরিষদের সদস্য ডাঃ আনিসুর রহমান, প্রভাষক ডাঃ হাবিবুর রহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ ও লেখক মাওঃ জিয়াউল ইসলাম(যুক্তিবাদী)। বিতরণ অনুষ্ঠানে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য বিনামূল্যে কলারোয়া পৌরসভাধীন বিভিন্ন বয়সের কয়েকশত মানুষের মাঝে বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন