হোম জাতীয় করোনা পরীক্ষার আড়াই কোটি টাকা গায়েব

জাতীয় ডেস্ক :

করোনার পরীক্ষার ২ কোটি ৫৮ লাখ টাকা ফি জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে খুলনা জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার উপসহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান এ মামলা করেন।

গত সেপ্টেম্বর মাস থেকে হঠাৎ করে হিসাবে গড়মিল হলে সন্দেহ হয় হাসপাতাল কর্তৃপক্ষের। তখনই করোনা পরীক্ষার ফি বাবদ টাকা জমা না হওয়ার বিষয়টি সামনে আসে। যার দায়িত্ব ছিলেন ল্যাব টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাস। পরে হাসপাতাল গঠিত তদন্ত কমিটি এর সত্যতা পায়। এর পরেই গত ২৭ সেপ্টেম্বর থেকে হাসপাতালের ২ কোটি ৫৮ লাখ টাকা (প্রায়) জমা না দিয়ে লাপাত্তা হয়ে যান প্রকাশ কুমার দাস। ওই সময়ে খুলনা সদর থানায় এ বিষয়ে জিডি করে হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে প্রায় দেড়মাস পর এ ঘটনায় মামলা করল দুর্নীতি দমন কমিশন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রকাশ কুমার দাস খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা পরীক্ষার ইউজার ফি গ্রহণ করার দায়িত্বপ্রাপ্ত হয়ে ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত মোট ৪ কোটি ২৪ লাখ ৯৩ হাজার ৯০০ টাকা আদায় করেন।

এর মধ্যে তিনি ১ কোটি ৬৬ লাখ ৯৬ হাজার ৭০০ টাকা সরকারি কোষাগারে জমা দেন। তবে বাকি ২ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ২০০ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন।

আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০ ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন