হোম অন্যান্যস্বাস্থ্য করোনা পরিস্থিতির সর্বশেষ

স্বাস্থ্য ডেস্ক:

সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪৪ হাজার ১৩১ জনে।

মঙ্গলবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের দিন ২৪ ঘণ্টায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৪ দশমিক ৬০ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ।

মঙ্গলবার করোনায় কোনো প্রাণহানি হয়নি। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১১ হাজার ৭৩ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন