হোম অন্যান্য করোনা নিয়েও ব্যবসা !

করোনা নিয়েও ব্যবসা !

কর্তৃক
০ মন্তব্য 124 ভিউজ
করোনা ভাইরাস যখন সমস্ত বিশ্ব কে স্তম্ভিত করে দিয়েছে। যখন লাশের মিছিল মৃত্যুর সমুদ্র হয়েগেছে।বিশ্ববাসী যেখানে ভয়ে ঘরবন্দী হয়েগেছে।সেখানে বাংলাদেশে চলছে করোনা নিয়ে ব্যবসা। এটা সত্যি বাঙালী জাতির লজ্জার ব্যাপার। করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব যখন শুরু হয়েছে তখন থেকে চাল চুরি, তেল চুরির ঘটনা ঘটছে আর সেই ঘটনা কে পিছনে ফেলে বিশ্ববাসীকে আর এক ইতিহাসের স্বাক্ষী করল সম্প্রতি ঘটে যাওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম ও জেকেজি হাসপাতালের ডাঃ সাবরিনার ঘটনা।করোনা সার্টিফিকেট জালিয়াতি। এটা হয়তো করোনা ভাইরাসের থেকে ও বেশি ভয়াবহ।
করোনা নিয়ে যেখানে সারা বিশ্ব ব্যাস্ত কিভাবে এটা থেকে সবাই মুক্তি পেতে পারে সেখানে বাংলাদেশের কিছু অসাধু ব্যক্তি করোনা নিয়েও ব্যবসা শুরু করে দিয়েছে।করোনার সার্টিফিকেট জালিয়াতি করে এই ব্যবসা টা চালনা করা হচ্ছে।এরা তো জন সম্মুখে এসেছে কিন্তু এমন এইরকম অনেক অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান এখনো কারোর সামনে আসে নি। এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা করোনা টেষ্ট নিয়ে চালাচ্ছে রমরমা ব্যবসা। অথচ সেই সব প্রতিষ্ঠানে নেই করোনা টেষ্টের কোনো প্রকার কিট।সব মন গড়া তথ্য দিয়ে মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে টাকা।
কিছুদিন আগের কথা একদিন সকালে ঘুম থেকে উঠে ফেসবুকের নিউজফিড স্ক্রোল করছিলাম হঠাৎ একটা মিমি ভিডিও নজরে পড়ে। মিমি ভিডিও টি কে বানিয়েছিল সেটা আমি জানি না কোথাও তার নাম লেখা ছিল না। কিন্তু সে যে মিমি ভিডিও টি বানিয়েছিল সেটা সত্যিই বাস্তবতার সাথে মিলে গেছে।মিমি ভিডিও টি এমন ছিল একটি করোনা ভাইরাস আর একটি করোনা ভাইরাস কে ফোন দিয়েছে একজন অপজন কে বলছে যে কি বাংলাদেশের মানুষের কি ভয় দেখাতে পারছিস?তখন এই প্রান্ত থেকে করোনা ভাইরাস জবাব দিল যে না এরা আমাদের থেকে বেশি ভয়ানক। বাকিটুকু আর বললাম না এটা হয়তো অনেকেই দেখেছে।আসলে এই মিমি ভিডিও এর মতই করোনার থেকেও এখানের মানুষরা বেশি ভয়ানক।
কথায় আছে বিপদের দিনে মানুষ চেনা যায়। এই কথা টা যুগে যুগে মানুষ স্মরণ করে এসেছে। আজ করোনা পরিস্থিতি মানুষ কে চেনা যাচ্ছে। অনেক মানুষ যেমন এই মহামারি করোনা ক্রান্তিলগ্নে মানবসেবায় নিজেদের কে উৎসর্গ করে দিয়েছে অন্যদিকে অনেক অসাধু চক্র নিজদের পকেট ভর্তি করার জন্য সর্বদাই প্রস্তুত রয়েছে।কিন্তু শেষ পরিনতি কি হল জন সম্মুখে সেই আসতে হল। মানুষ যতই মুখোশের ধাড়ী হোক না কেনো। একদিন মুখোশের আড়ালে তার আসল রুপ বেরিয়ে আসে।
তবে একটা জিনিস ভাববার বিষয় বাংলাদেশে আজ পর্যন্ত কোনো অপরাধী ছাড় পায় নি। সে কয়েকবছর দেড়ি হলে ও যে অপরাধ করে সে অবশ্যই শাস্তি পায় আইনের আওতায় আসে।তারপর ও কেনো এত অপরাধ এত দুর্নীতি?এর উত্তর আমি খুজে পায় না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন