হোম অন্যান্যসাহিত্য করোনা

করোনা

কর্তৃক
০ মন্তব্য 149 ভিউজ

…লর্ড সাহেব…

আম খাই জাম খাই, আরো খাই লিচু।
করোনাতো ছাড়ছে না, আমাদের পিছু।

জ্ঞানীগুণী, মহারথী, আরও বিজ্ঞানী,
সবাই তো হেরে গেলো, হলো পদদলি।

সাধুবাবা, সন্ন্যাসী, আছে পন্ডিত।
নামি দামি শিল্পীরা, গায় সংগীত।

নীতি আর রাজনীতি, হলো অসহায়।
ভাইরাস করোনা, হলো মহাশয়।

নেতা আর অভিনেতা, সবাই তো ঘরে।
কবে যাবে ভাইরাস, এই কথা পরে।

ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকুরীজীবী।
সবাইতো ঘরে বসে, করে দাদাগিরি।

দাদাগিরি, বাবাগীরি, যতই দেখাও পথ।
হরেক রকম জনতা, হরেক মতামত।

মতামত পাল্টে, হয়ে যাও এক।
ভাইরাস করোনা, হবে কুপোকাত।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন