বাণিজ্য ডেস্ক:
ব্যাংক ঋণ মার্জিনের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে মার্জিন হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৫০ শতাংশে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, মূল্যস্ফীতি হ্রাসের নিমিত্ত মনিটারি পলিসি কমিটি গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নীতি সুদহার বাড়ানোর প্রভাব ইতোমধ্যে স্মার্ট রেটের ওপর প্রতিফলিত হয়েছে। এমন পরিস্থিতিতে ঋণের সুদহার মনিটারি পলিসির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকগুলো ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্টের সাথে সর্বোচ্চ ৩ দশমিক ৫০ শতাংশ মার্জিন যোগ করতে পারবে। এর আগে যা ছিল ৩ দশমিক ৭৫ শতাংশ।
এ ছাড়া প্রি-শিপমেন্ট রফতানি ঋণ এবং কৃষি ও পল্লী ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্টের সঙ্গে সর্বোচ্চ ২ দশমিক ৫০ শতাংশ মার্জিন যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে। যা আগে ছিল ২ দশমিক ৭৫ শতাংশ।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৯(২)(চ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা শুক্রবার (১ মার্চ) থেকে কার্যকর হবে।
এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।