আবহাওয়া ডেস্ক:
টানা এক মাস তীব্র তাবপ্রবাহের পর অবশেষে দেশের বিভিন্ন জায়গায় ঝরছে কাঙ্ক্ষিত বৃষ্টি। এতে শীতল অনুভব হচ্ছে কিছুটা। তাই দেশজুড়ে এখন বৃষ্টি নিয়ে চলছে তুমুল আলোচনা–তাপপ্রবাহ কি কমবে, কখন বৃষ্টি আসছে, কতদিন থাকবে?
বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফতরও দিয়েছে সুখবর। সংস্থাটি বলছে, ৬ মে-র পর থেকে দেশের তাপমাত্রা কিছুটা প্রশমিত হবে।
এর পর থেকে বৃষ্টিপাত বাড়ারও আভাস দেয়া হয়েছে। তবে অতিবৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। এ ছাড়া মে মাসে তিন থেকে পাঁচটি শিলাবৃষ্টি এবং এক থেকে দুটি মাঝারি বৃষ্টি হতে পারে।
শুক্রবার (৩ মে) এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান।
পূর্বাভাসে তিনি জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় সিলেট, চট্টগ্রাম বিভাগ ও ঢাকাসহ পূর্বাঞ্চলের কিছু কিছু স্থানে দমকা বাতাস ও মাঝারি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাফিজুর রহমান জানান, গতকাল ঢাকায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা খুবই কম। রংপুর, রাজশাহী বিভাগে ১০০ ভাগ বৃষ্টি হয়নি।
অন্যদিকে আবহাওয়াবিদ আবুল কালাম সংবাদমাধ্যমকে বলেন, ‘৫ মে থেকে তাপমাত্রা কমে গিয়ে সহনশীল হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ৯ তারিখ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।’
এ সময় প্রতিদিন কাক্ষিত বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টির পরিমাণ বাড়বে, তবে টানা নয়, থেমে থেমে বৃষ্টি হবে।