হোম অর্থ ও বাণিজ্য কমছে তুরস্কের মূল্যস্ফীতির হার

বাণিজ্য ডেস্ক :

ধীরে ধীরে কমতে শুরু করেছে তুরস্কের মূল্যস্ফীতির হার, যা কিছুটা হলেও দেশটির জনগণের জন্য স্বস্তির। ২০২১ সালের মে মাসের পর নভেম্বরে তুরস্কে ভোগ্যপণ্যের দাম সবচেয়ে কম ছিল বলে জানিয়েছে দেশটির সরকারি ডেটা।

সোমবার (৫ ডিসেম্বর) তুরস্কের রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা টিইউআইকে জানায়, ২০২১ সালের মে মাসের পর প্রথমবারের মতো গত মাসে তুরস্কের মূল্যস্ফীতি কমেছে।

সংস্থাটির প্রতিবেদন বলছে, নভেম্বরে ভোগ্যপণ্যের দাম বার্ষিক ৮৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে, যা আগের মাসে রেকর্ড ৮৫ দশমিক ৫ শতাংশ ছিল। এটি গত বছরের সর্বনিম্ন ১৬ দশমিক ৬ শতাংশ থেকে ক্রমাগত বাড়ছিল।

এ বিষয়ে এক টুইটবার্তায় তুরস্কের অর্থমন্ত্রী নুরেদ্দিন নেবাতি বলেন, ‘আমরা পূর্বে বিভিন্ন মিডিয়াকে বলেছি যে দিনকে দিন দেশের মূল্যস্ফীতির হার কমে আসছে। যদি কোনো ধরনের অপ্রত্যাশিত বৈশ্বিক পরিস্থিতি না দেখা দেয়, তাহলে এ হার আরও কমবে।’

চলতি বছরে দেশটির মূল্যস্ফীতির হার গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে যায়। এর জন্য বৈশ্বিক খাদ্য ও জ্বালানির দাম বেড়ে যাওয়াকে প্রাথমিকভাবে দায়ী করেছিল তুর্কি সরকার।

এদিকে তুর্কি মুদ্রা লিরার মানে ব্যাপক ধস নামে। গত বছর মুদ্রাটির মান ৪৪ শতাংশ পতন হয়। ২০২২ সালে এখন পর্যন্ত এটির মান ২৯ শতাংশ কমেছে।

গত মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক প্রেসিডেন্ট এরদোগানের দাবি মোতাবেক টানা চতুর্থবারের মতো তাদের বেঞ্চমার্ক সুদের হার কমিয়েছে। তুর্কি এ নেতা বারংবার সুদের হার বাড়ানোর বিরুদ্ধে কথা বলেছেন। তার দাবি, এটি মূল্যস্ফীতি ঘটায়। তবে অর্থনীতিবিদরা সাধারণত তার এ দাবির বিপরীতে অবস্থান করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন