হোম খেলাধুলা কপাল খুলছে মাহমুদউল্লাহর!

খেলাধূলা ডেস্ক :

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থতার পর অধিনায়কত্ব হারিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও এরপর সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে দলে আর সুযোগ পান কি না তা নিয়েও ছিল সংশয়। তবে সদ্য সমাপ্ত জিম্বাবুয়ের বিপক্ষে আবারও দলে জায়গা পান রিয়াদ। এবার হয়তো অধিনায়কত্বের গুরুদায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক এ টি-টোয়েন্টি কাপ্তানই।

বেটউইনার নিউজের সঙ্গে সাকিবের চুক্তি ইস্যুতে ‘হার্ডলাইনে’ বিসিবি। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল না করলে জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যাবে সাকিবের জন্য।

দিন কয়েক আগে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তিবদ্ধ হন সাকিব। ওই প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। এ খবর ফেসবুকে নিজেই জানিয়েছিলেন সাকিব। কিন্তু বিতর্কটা হচ্ছে মূলত অন্য কারণে। কারণ বেটউইনার নিউজ হচ্ছে বেটউইনার ডট কমের অঙ্গপ্রতিষ্ঠান, যা অনলাইনে জুয়া খেলার একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এখানেই বিসিবির আপত্তি। আর বাংলাদেশের আইনেও জুয়া নিষিদ্ধ। তাই এ জাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা আছে, এমন কিছুর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়াকে নীতিবিরুদ্ধ মনে করছে বিসিবি। গুঞ্জন আছে, বেটউইনার নিউজের সঙ্গে প্রায় ১০ কোটি টাকায় চুক্তি করেছেন সাকিব।

সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার (১১ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ধানমন্ডির বেক্সিমকো কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে। বৈঠকের পর বেটউইনারের সঙ্গে সাকিবের চুক্তির বিষয়ে বোর্ড সভাপতি গণমাধ্যমকে বলেন, সাকিব ইস্যুতে দ্বিতীয় চিন্তা করার কোনো সুযোগ নেই। আমি প্রথম থেকেই বলে আসছি এ ব্যাপারে জিরো টলারেন্সে আমরা। যে যেভাবেই বিষয়টাকে ব্যাখ্যা করুক আমরা মেনে নেব না। আশরাফুলের মতো ক্রিকেটারকেও একটা সময় বাদ দেয়া হয়েছে। এখানে আসলে কোনো সুযোগ নেই।

এদিকে, সাকিব ইস্যুতে এশিয়া কাপের দল পরিকল্পনাও বদলে গেছে বলে জানালেন পাপন। তিনি বলেন, আমাদের এখন পুরো জিনিসটাই নতুন করে ভাবতে হবে। সঙ্গে আরও যোগ করেন, এটা মনে রাখবেন কেউ অনিবার্য না। হ্যাঁ এটা ঠিক, সাকিবের মতো খেলোয়াড় এ মুহূর্তে আমাদের হাতে নেই। কিন্তু সাকিবকে নিয়েও অনেক ম্যাচে হেরেছি, আবার তাকে ছাড়াও অনেক ম্যাচ জিতেছি।

ক্যাপ্টেন্সি ইস্যুতে বোর্ড চাপে কি না এমন প্রশ্নের জবাবে বলেন, আমাদের কোনো চাপ নেই। রিয়াদ (মাহমুদউল্লাহ) অলরেডি লিস্টে আছে। এছাড়া সোহান-লিটন ছিল কিন্তু তারা দুর্ভাগ্যবশত ইনজুরিতে। একটা ম্যাচে তো মোসাদ্দেকও ক্যাপ্টেন্সি করেছে। আমাদের কপাল খারাপ ভালো খেলোয়াড়দের পাচ্ছি না।

অধিনায়কত্ব দিতে দেরি হওয়া প্রসঙ্গে বলেন, আমরা সাময়িকভাবে দিতে চাচ্ছি না। এশিয়া কাপের পর বিশ্বকাপ আছে। দীর্ঘ সময়ের জন্যই অধিনায়কত্ব দেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন