কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদীতে মোঃ নুরু মিয়া (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাগ্নির ছেলের বিরুদ্ধে। ১৫ আগষ্ট রবিবার দুপুরে কটিয়াদী পৌরসভার কামারকোনা এলাকায় এ ঘটনা ঘটে। নুরু মিয়া কামারকোনা এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে বলে জানা গেছে।
স্বজনরা বলছেন, নিহতের বাড়িতে একটি ঘর নির্মাণের কাজ চলছিল। ঘটনার দিন দুপুরে দেলোয়ার হোসেন ২০/২৫ জন লোক নিয়ে নির্মাণ কাজে বাঁধা দিয়ে রাজমিস্ত্রির যন্ত্রপাতি আটকে রাখে, দেয়াল ভাংচুর করতে থাকে। এ সময় নুরু মিয়া ঘর থেকে বেরিয়ে আসলে তাকে পিটিয়ে আহত করে তারা।
পরে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন বলেন, আহত নুরু মিয়াকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তাকে মৃত পাওয়া যায়।
কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, বিজিবি সদস্য নুরু মিয়ার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ঝগড়া- বিবাদের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি এখনো।