কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে জালালপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার সাবিনা আক্তারের বিরুদ্ধে সরকারি বিভিন্ন সহায়তার অর্থ আত্মসাৎ করার প্রতিবাদ ও বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ২৬ আগষ্ট বুধবার দুপুরে জালালপুর আনন্দ বাজারের দু’পাশে নারী-পুরুষের অংশ গ্রহণে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে জালালপুর আনন্দ বাজারের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। আত্মসাতকারী মেম্বার সাবিনা আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি শতাধিক ভুক্তভোগীদের টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, জালালপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূইয়া লিটন, বীর মুক্তিযোদ্ধা কামাল পাশার আক্তার, ভুক্তভোগী পরী বানু, ভুক্তভোগী জামেনা আক্তার, নাহার পাশা, স্থানীয় যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মিশু, আ.লীগনেতা মোহাম্মদ বাচ্চু মিয়া, ভুক্তভোগী নারগিস প্রমুখ।