হোম অন্যান্যসারাদেশ কটিয়াদীতে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

কটিয়াদীতে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

কর্তৃক Editor
০ মন্তব্য 100 ভিউজ
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে অজ্ঞাত তরুণীর (২১) মরদেহ উদ্ধার করেছে কটিয়াদী থানা পুলিশ।
আজ শনিবার দুপুরে উপজেলার আচমিতা এলাকার জর্জ ইনষ্টিটিউশানের পাশে ধান ক্ষেত থেকে এক তরুণীর মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আচমিতা জর্জ ইনস্টিটিউশানের পাশের ধানক্ষেতে তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে লোকজন থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে কটিয়াদী থানায় নিয়ে যায়। পরে পুলিশ অজ্ঞাত তরুণীর মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কটিয়াদী মডেল থানার ওসি এম.এ জলিল বলেন, অজ্ঞাত যুবতীর মরদেহের পাশে একটি হাত ব্যাগ পাওয়া  গেছে। ব্যাগের ভিতরে একটি বোরকাও ছিল। যুবতীর পরিচয় জানা চেষ্টা চলছে। হয়তো অন্য কোথাও ধর্ষন শেষে হত্যা করে রাতের কোন এক সময় স্কুল সংলগ্ন ধানক্ষেতের পাশে মরদেহটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন