কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
বুধবার রাতে কিশোরগঞ্জের কটিয়াদী রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন, পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ। কটিয়াদী রিপোর্টার্স ইউনিটি’র সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, যেকোন পত্রিকার প্রাণ হচ্ছে রিপোর্টার।
রিপোর্টার না থাকলে পত্রিকার কিছু থাকে না। প্রথম কথা, রিপোর্ট তো রিপোর্টারদের কাছ থেকে আসতে হবে। কিন্তু তাদের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নানা রকম নিপীড়ন, নির্যাতন, হেনস্থা, মারধরের শিকার হতে হচ্ছে। কাজেই রিপোর্টারদের সংগঠন অনেক ভালো জিনিস। একতা থাকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারে তারা।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বহুবার কিশোরগঞ্জে এসেছেন। কিশোরগঞ্জে অনেক বক্তৃতা করেছেন। সেগুলো তুলে এনে জাতির প্রতি দায়বদ্ধতা পূরণ এবং ইতিহাসে নিজের অবস্থান তৈরি করে রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহবানও জানান তিনি।
কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলুল হক জোয়ারদার আলমগীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পিআইবির গবেষক এনায়েত হোসেন রেজা, অষ্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ রায়হান, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটি’র সহ- সভাপতি রফিকুল হায়দার টিটু, নজরুল ইসলাম মজিব, সাধারণ সম্পাদক ফখর উদ্দিন ইমরান, যুুুুগ্ম- সম্পাদক মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মাইনুক হক মেনু প্রমুখ।
S
