কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে কচুরি পানার সাথে ভেঁসে এলো ১ দিন বয়সি নবজাতকের মৃত দেহ। বুধবার সন্ধা ৭ টায় মেয়ে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে ভৈরব নৌ পুলিশ।
জানা যায়, ভৈরব বাজার থেকে আশুগঞ্জ খেয়া পারাপারের সময় মাঝিরা কচুরি পানার মাঝে মৃত দেহটি ভাঁসতে দেখে নৌ পুলশিকে খবর দেয় । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের ধারনা, একদিন বয়সী এই নবজাতককে জন্মের পর পরই জীবিত অথবা মৃত মেঘনা নদীতে ফেলে দেয়া হয়েছে।
মৃতদেহটি ময়নাতদন্তরে জন্য কিশোরগঞ্জ হাসপাতালে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে নবজাতককে মৃত নাকি জীবিত অবস্থায় নদীতে ফেলা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়রে করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
s